সুনামগঞ্জে জামায়াত-বিএনপি’র ৯ কর্মী গ্রেফতার
সুনামগঞ্জ সংবাদদাতাঃ সুনামগঞ্জে অবরোধে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ৯ কর্মীসহ ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
অন্যদিকে সুনামগঞ্জে রাজনৈতিক কর্মসূচি পালনের নামে যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা রোধে পুলিশ নুতন পরিকল্পনা গ্রহণ করেছে।
জেলা সদর ও বিভিন্ন উপজেলায় সদরে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশের তৎপরতাও বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকাসমূহে গোপন নজরদারি অব্যাহত রয়েছে। এ জন্য পুলিশের ডিবি ও এসবির একটি বিশেষ টিম কাজ করছে।
এছাড়া নাশকতার আগাম তথ্য সংগ্রহ করতে চৌকস গোয়েন্দা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিশেষ টিম মাঠ পর্যায়ে সার্বক্ষণিক তৎপর রয়েছে।
পুলিশ সুপার মো. হারুন-অর-রশিদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নাশকতা রোধে নতুন করে পরিকল্পনা গ্রহণ করেছে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এসব কাজে তিনি জনগণের সহযোগিতা কামনা করেন।