খালেদার কার্যালয়ের পুলিশ-ব্যারিকেড প্রত্যাহার

Gulshan-Bnp-office-Khaledaসুরমা টাইমস ডেস্কঃ দীর্ঘ ১৫ দিন পর খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে পুলিশ প্রত্যাহার করা হলো। শুধু তা-ই নয়, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে থেকে জলকামান ও ব্যারিকেডও সরিয়ে নেয়া হয়েছে।
রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে পুলিশ ও ব্যারিকেড প্রত্যাহার করা হয়। তবে ৮৬ নম্বর রোডের দুই মাথাতেই পুলিশ মোতায়েন আছে কিন্তু ব্যারিকেড নেই।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি থেকেই গুলশান কার্যালয়ে অবরুদ্ধ হয়ে আছেন খালেদা জিয়া। মূল ফটকে তখন থেকেই একাধিকবার তালা লাগানো ও খোলার নাটক করা হয়েছে। যদিও প্রথম থেকেই সেখানে অতিরিক্ত পুলিশ অবস্থান করছে। সর্বশেষ শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে সেখানে তালা লাগানো হয়।
সরকারের পক্ষ থেকে খালেদাকে অবরুদ্ধ করার কথা অস্বীকার করা হলেও কার্যালয় থেকে শুধু নিজ বাসায় যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে। খালেদা জিয়াও গৃহবন্দি হওয়ার চেয়ে কার্যালয়ে অবরুদ্ধ থাকাকেই বেছে নিইয়েছিলেন।
অপরদিকে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ৩ জানুয়ারি মধ্যরাত থেকে এখন পর্যন্ত তালাবদ্ধ। সেখানে কোনো নেতাকর্মীকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।