ছাতকে ইউপি চেয়ারম্যান’র উপর হামলায় প্রতিবাদে মানববন্ধন
আজ ইউনিয়ন পরিষদের দিনব্যাপী কর্মবিরতি
ছাতক, প্রতিনিধিঃ ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান সুন্দর আলীর উপর সাব-রেজিষ্ট্রার অফিসে প্রতিপক্ষের হামলার প্রতিবাদে রোববার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা, কর্মকর্তা ও কর্মচারিদের উদ্যোগে গোবিন্দগঞ্জ রেলগেইট সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কে পূর্ব ঘোষিত অনুযায়ী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্টিত মানববন্ধনে ইউনিয়নের সর্বস্থরের নেতৃবৃন্দ অংশ নেয়। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা, কর্মকর্তা ও কর্মচারিরা কর্মবিরতি পালন করবে। ইউপি সদস্য শামছুল হক’র সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান-২, আমিরুল হক’র পরিচালনায় মানববন্ধনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিলপার গ্রামের গোলাম মোস্তফা, শিক্ষক মাওলানা এমরান আহমদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনজুর আলম, উপজেলা যুবলীগ নেতা ছায়েদ মিয়া, আইডিয়াল ডেভেলভমেন্ট সোসাইটির উপদেষ্টা, আবুল ফজল নোমান, সভাপতি রাজিব আহমদ, ছাত্র নেতা আবদুস সালাম সুজেল, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১, দিলোয়ার হোসেন নজমুল, ইউপি সদস্য চান্দ আলী, শামছুল হক, জমির উদ্দিন, আবদুস শহিদ, লুৎফুর রহমান, ইউপি সদস্যা নুরুন নাহার ও ছাদিকা বেগম, সাবেক ইউপি সদস্য আলমগীর কবির, ইউপি সচিব বকুল মালাকার, সমাজ কর্মী সুফিয়া বেগম, আবুল মিয়া, আকবর আলী, বদর উদ্দিন, মাহমদ আলী, হোসাইন আহমদ লনি, আছবর আলী, আবদুর রউফ, শ্রমিক নেতা সাহেব আলী, নুর উদ্দিন, গিয়াস মিয়া, নজরুল হক, আল-আমিন, মোস্তাকিম বিল্লাহ, মনির উদ্দিন, মোস্তাব আলী, যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ, আক্তার হোসেন, জসিম উদ্দিন, গ্রাম পুলিশ দফাদার আলা উদ্দিন প্রমূখ। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে ছাতক সাব রেজিষ্ট্রার অফিসে প্রতিপক্ষের হামলায় ইউপি চেয়ারম্যান সুন্দর আলী আহত হন। এর প্রতিবাদে ফুঁসে উঠে ইউনিয়ন বাসী। অপরাধিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইউপি সদস্যদের উদ্যোগে একাধিক প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হয়।