আশার কথা শোনালেন প্রধান বিচারপতি
সুরমা টাইমস ডেস্কঃ দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ গতকাল তাকে শপথবাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিদায়ী প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, সাবেক কয়েকজন প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা এসময় উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। ওদিকে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। এক নাম্বার বেঞ্চের নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি নিজে। প্রধান বিচারপতি এস কে সিনহা ছাড়াও এ বেঞ্চে রয়েছেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি হাছান ফয়েজ সিদ্দিকী। আরেকটি বেঞ্চের নেতৃত্বে রয়েছেন বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। এদিকে, বিকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি এস কে সিনহা। এসময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।