বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের বিরুদ্ধে ৬ মামলা; রিমান্ড নামঞ্জুর
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিমের রিমান্ডের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে সিলেট মহানগর হাকিম আদালত-১ এর বিচারক সাজেদুল করিম তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে প্রয়োজনে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। এছাড়া নতুন আরও ৬টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বদরুজ্জামান সেলিমকে।
সম্প্রতি নগরীর কাজীটুলায় ছাত্রদলের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের মামলায় তার রিমান্ডের আবেদন জানিয়েছিলেন তদন্তকারী কর্মকর্তা।
বদরুজ্জামান সেলিমের আইনজীবী হাবিবুর রহমান হাবিব জানান- কাজীটুলায় ছাত্রদলের মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়েরকৃত মামলায় (জিআর ৪০৫/১৫) তদন্তকারী কর্মকর্তা বদরুজ্জামান সেলিমের ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদালতের বিচারক শুনানী শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে প্রয়োজনে জেল গেইটে জিজ্ঞাসাবাদ করে ২২ জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এডভোকেট হাবিব আরও জানান- ওই মামলা ছাড়াও বদরুজ্জামান সেলিমকে আরও ৫টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।