এবার সেপটিক ট্যাংকে আটকা ২ শ্রমিক

ফাইল ছবি
ফাইল ছবি

সুরমা টাইমস ডেস্কঃ সাভারে সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে নিচে আটকা পড়েছে দুই শ্রমিক। তাদের উদ্ধারে ব্যর্থ হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শ্রমিকদের উদ্ধার করতে ডুবুরিকে খবর দেয়া হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা অসহায়ভাবে অপেক্ষা করছে। শনিবার বিকেলে সাভারের পলিয়াপুরের নগরকুণ্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
ওই এলাকার মোহাম্মদ আলী নামে এক ব্যক্তির মালিকাধীন সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে হঠাৎ করেই দুই শ্রমিক নিচে পড়ে যায়।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ার হোসেন বাংলামেইলকে বলেন, আধাঘণ্টা ধরে চেষ্টা করেও আটকে পড়া দুই শ্রমিককে উদ্ধার করা যায়নি। এ পরিস্থিতিতে ঢাকা থেকে ডুবুরিদের খবর দেয়া হয়েছে। তারা এলে ফের উদ্ধার অভিযান শুরু করা হবে।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে নগরকুণ্ডার মোহাম্মদ আলীর সেপটিক ট্যাংক পরিস্কার করতে নামে এক শ্রমিক। এক পর্যায়ে ওই শ্রমিক নিচে আটকা পড়ে। পরে তাকে উদ্ধারের জন্য আরেক শ্রমিক ওই ট্যাংকি নামার পরে সেও আটকা পড়ে। এ ঘটনায় সাভার ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু আধা ঘণ্টা চেষ্টা করেও শ্রমিকদের উদ্ধার করতে ব্যর্থ হলে ঢাকায় ডুবুরিদের খবর দেয়া হয়েছে। দুই ঘণ্টা ধরে শ্রমিকরা সেপটিক ট্যাংকে আটকা পড়ে আছে।
এর আগে গত ২৫ ডিসেম্বর রাজধানীর শাহজাহানপুর খেলার মাঠের পাশে ৩শ’ ফুট গভীর একটি পানির পাইপে আটকা পড়ে জিহাদ নামে চার বছরের এক শিশু। প্রায় ২৪ ঘণ্টা অবিরাম চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ব্যর্থ হওয়ার মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে কয়েকজন যুবক।