সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ রুখতে ওয়ার্কার্স পার্টিকেই দায়িত্ব নিতে হবে : কমরেড রাশেদ খান মেনন

DSC_0357 copyবাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন বলেছেন – সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ রুখতে ওয়ার্কার্স পার্টিকেই দায়িত্ব নিতে হবে। আর এ জন্য পার্টির সকল কর্মসূচি পালনের পাশাপাশি স্থানীয় সমস্যা চিহ্নিত করে মেহনতি জনতার মুক্তির লক্ষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। শ্রমজীবী মানুষের লড়াই সংগ্রামকে এগিয়ে নেয়ার লক্ষে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতাকে রক্ষা এবং দূর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইও অব্যাহত রাখতে হবে। জনতার মুক্তির লড়াইকে গণ আন্দোলনমুখী করতে হলে গণ সংগঠণের বিকাশ ঘটাতে হবে। এ জন্য সকল শ্রেণি পেশার সমন্বয়ে পার্টি ভীত গড়ে তুলতে হবে। গত ১৩ই জানুয়ারি ২০১৫ ইং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রিয় বিকল্প সদস্য ও সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড আবুল হোসেন এর সভাপতিত্বে এবং পার্টির কেন্দ্রিয় সদস্য ও সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সিকান্দার আলীর পরিচালনায় এ কর্মী সভায় তিনি আরো বলেন – বিএনপি – জামাত জোট আন্দোলনের নামে দেশে অরাজকতা তৈরী করছে। তারা নির্বাচনের পূর্বেও দেশকে অচল করে একটি জঙ্গীবাদী রাষ্ট্র কায়েমের লক্ষে নাশকতা চালিয়ে ছিল। আবার ও বিএনপি – জামাত জোট অবরোধ দিয়ে দেশের অর্থনীতিকে পঙ্গু করতে চেয়েছে কিন্ত জণগন জণগণ তা প্রত্যাখ্যান করেছে। তিনি আপোসকামী বুর্জুয়া রাজনীতি সম্পর্কে সচেতন হয়ে পার্টির সকল কাযক্রমকে গণমানুসের কাছে পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকল গণসংগঠন ও নেতা কর্মীর প্রতি আহ্বান জানান। সভায় স্ব স্ব গণ সংগঠনের কার্যক্রম তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্টির সিলেট জেলা কমিটি’র সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সিরাজ আহমেদ, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও বাংলাদেশ নারীমুক্তি সংসদ সিলেট জেলা সভাপতি কমরেড ইন্দ্রানী সেন শম্পা, পার্টির জেলা কমিটির সদস্য কমরেড দীনবন্ধু পাল, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী আলফাজ, যুবমৈত্রী মহানগর কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ আহমেদ, যুবমৈত্রী জেলা কমিটির সভাপতি তবারক হোসেন, ছাত্র মৈত্রী জেলা আহ্বায়ক স্বপন দাস প্রমূখ। বিজ্ঞপ্তি