আল্লামা ফুলতলী (র.)‘র ৭ম ইন্তেকাল বার্ষিকী বৃহষ্পতিবার
বৃহষ্পতিবার (১৫.০১.২০১৫) উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)’র ৭ম ইন্তেকাল বার্ষিকী । ২০০৮ সালে এই দিনে আল্লামা ফুলতলী (র.) অগনিত ভক্ত অনুসারিদের কাঁদিয়ে মাওলায়ে হাকিকির সান্নিধ্যে পাড়ি জমান। এ উপলক্ষে ১৫ জানুয়ারী (বৃহস্পতিবার) সিলেটের জকিগঞ্জস্থ ফুলতলী ছাহেব বাড়ীতে ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্টিত হবে। মাহফিলে তা‘লিম-তারবিয়াত প্রদান করবেন হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। সকাল ১০টায় শুরু হওয়া মাহফিলের কর্মসূচীর মধ্যে রয়েছে খতমে কোরআন, খতমে বুখারী, খতমে খাজেগান, খতমে দালাইলুল খায়রাত ও ফুলতলী (র.) জীবন-কর্ম শীর্ষক আলোচনা। মাহফিলে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় আলিম-উলামা ও ইসলামী চিন্তাবিদ-শিক্ষাবিদগণ আলোচনা পেশ করবেন। এতে হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর মুরিদীন মুহিব্বীনসহ সর্বস্তরের মুসলিম জনতা উপস্থিত থাকার জন্য ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আহবান করা হয়েছে।