কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বিশ্বজিৎ রায়, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শিংরাউরী গ্রামের আশা ফুড প্রোডাক্টস্ এর মালিক সায়েদুর রহমান শাহাব আলীর বাড়িতে সোমবার সোমবার বিকাল সাড়ে ৩টায় অবৈধভাবে চানাচুর, বাতাসাসহ কিছু খাদ্য সামগ্রী তৈরীর কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নগদ ৫০ হাজার টাকা জরিমাণা করা হয়। সাথে সাথে কারখানাটি সিলগালা করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাও নির্বাহী হাকিম মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কারখানা মালিককে পাওয়া যায়নি।
নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা অভিযান পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন বিশুদ্ধ খাদ্য আইন ১৯৫৯ এর ১৪ (ক) ও ১৮(১) ধারায় এ কারখানার মালিক পক্ষের নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বেশ কিছু আলামত জব্দ করে কারখানাটি সিলগালা করে রাখা হয়।