মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে জুনেল সভাপতি, শফিকুল সম্পাদক নির্বাচিত
বিশ্বজিৎ রায়, মৌলভীবাজারঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন রোববার স্থানীয় কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল ৮ থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সর্বমোট ৮৮৮ জন ভোটারদের মধ্যে ৮৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৮টি পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ১১ জন প্রার্থী বিজয়ী হন। তার মধ্যে সদস্য পদে ৪ জন প্রার্থী বিজয়ী হন।
নির্বাচনে সভাপতি পদে জুনেল আহমেদ তরফদার (আনারস মার্কা) ৫০৯ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি শাকির আহমেদ তরফদার সাজিম (চাকা) ৩৩৬ ভোট পান। সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম (মোরগ) ২৭৪ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি শাহরিয়ার চৌধুরী লিটন পেয়েছেন (হরিণ) ২৬১ ভোট। অন্যান্য পদে বিজয়ীরা হচ্ছেন-সহসভাপতি মো: মর্তুজ মিয়া, সহ সম্পাদক পদে ইব্রাহীম আহমদ, কোষাধ্যক্ষ পদে রাখাল পাল, প্রচার সম্পাদক পদে মো: এলখাছ মিয়া, সাংস্কৃতিক সম্পাদক পদে জুনেদ আহমদ, সদস্য পদে মাওলানা মাশহুদ আহমদ, আনন্দ মোহন মজুমদার, মো: আক্তার মিয়া ও শিমুল আহমদ চৌধুরী নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নিহারেন্দু ভট্টাচার্য্য।
ফলাফল ঘোষণার পূর্বে বক্তব্য রাখেন রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক লোকমান হোসেন চৌধুরী। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো: লোকমান হোসেন চৌধুরী সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।