সোমবার ১৪ জেলায় ছাত্রদলের হরতাল
সুরমা টাইমস ডেস্কঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ, মির্জা ফখরুলকে গ্রেপ্তার এবং দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে সোমবার ঢাকা জেলাসহ দেশের ১৪ টি জেলায় হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।
ঢাকা জেলা ছাড়া আশেপাশের জেলাগুলো হলো: নরসিংদী জেলা, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, গাজীপুর, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা উত্তর ও কুমিল্লা দক্ষিণ, ব্রাক্ষণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলা।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান সংশ্লিষ্ট জেলা নেতৃবৃন্দকে হরতাল সফল করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন।