পিকেটিংয়ে নিহত শিবিরকর্মী শরীফুল ইসলামের দাফন সম্পন্ন
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট শহরতলীর জাঙ্গাইল এলাকায় শনিবার দিবাগত রাতে পিকেটিং করতে গিয়ে গাড়ির ধাক্কায় নিহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শিবির কর্মী শরীফুল ইসলামের জানাজার নামায রবিবার বিকেলে তার নিজ গ্রাম বলাউড়ায় সম্পন্ন হয়েছে। পরে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাযে সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জৈন উদ্দীন, ডা. খলিলুর রহমান, শাবি’র গণিত বিভাগের সহযোগী অধ্যাপক শাহনূর আলম, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকার সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শরীফ ২০০৯-১০ সেশনে শাবি থেকে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স সম্পন্ন করেন। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে অনার্স (সম্মান) কোর্স সম্পন্ন করেন। সম্প্রতি ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজে তার চাকুরী হয়। কিন্তু চাকুরীতে যোগ দেয়ার আগেই তার মৃত্যু হয়।