মুনশি আলিমের একগুচ্ছ শিশুতোষ ছড়া

কাঠবিড়ালী বন্ধু

—————————————————–
কাঠবিড়ালী বন্ধু তুমি
কী করছ বসে
খাতা খুলে কী আঁকছ
মিষ্টি মিষ্টি হেসে।
পেয়ারা তোমার খুব সুন্দর
আমায় একটু দিবে
বিনিময়ে আমায় থেকে
রং পেনসিল নিবে
বন্ধু হতে পারও তুমি
পেয়ারাটি দিয়ে
বিনিময়ে একটি জায়গায়
যাব তোমায় নিয়ে
কাল সকালে বিড়াল মামার
হবে গায়েহলুদ
সেথায় তোমায় খেতে দেব
খাঁটি গরুর দুধ!
কথা শুনে বন্ধু আমার
মিটমিটিয়ে চায়
হাতবাড়িয়ে বলে আমার
বুকের মাঝে আয়।

———————-
০৯.০১.২০১৫
বোরহান বাগ, পূর্ব শিবগঞ্জ, সিলেট

বীজ
————————————————–

পড়তে আমার ভাল্লেগা
স্কুল থাকে বন্ধ
কেমন দেশে বাস করছি
খালি দেখি দ্বন্দ্ব!
রাস্তাঘাটে বোমা ফোটে
মরছে বালক শিশু
তা নিয়েও রাজনীতি হয়
শক্ত হয় ইস্যু।
রাজনীতির বলি হচ্ছি
আমারা যারা অবুঝ
মোদের কথা কেউ ভাবে না
কেউ নেয় না খোঁজ।
এত কিছুর পরেও মোরা
দেখছি সুন্দর স্বপন
সুন্দর একটি দেশের জন্য
বীজ করব রোপন।

———————-
০৫.০১.২০১৫
বোরহান বাগ, পূর্ব শিবগঞ্জ, সিলেট

ছবি
————————————————————–
সে যে এক স্বপ্নের দেশ
বলবো কী আর ভাই
ছবি আঁকার দেশের কথা
জানা কি আর নাই?
হরেক রকম রঙের মেলা
কত রকম তুলি
রঙে রঙে দেশের কথা
বুক ফুলিয়ে বলি।
সবুজ শ্যামল দেশ যে আমার
নাইকো রূপের শেষ
ছবির মাঝেই ফুটিয়ে তুলি
দেশপ্রেমেরই রেশ।

———————-
০৭.০১.২০১৫
বোরহান বাগ, পূর্ব শিবগঞ্জ, সিলেট

ভবিষ্যৎ
—————————————————————–

কেমন আছ বন্ধু তুমি
লেখাপড়া নিয়ে
অনেক বড় হতে হবে
পরীা পাশ দিয়ে
মায়ের কথা শুনবে তুমি
শুনবে বাবার কথাও
তাদের মতো আপন মানুষ
আর যে নাই কোথাও।
প্রতিদিনের পড়া করবে
নিয়ম মাফিক বসে
তবেই তোমার ভবিষ্যৎ
উঠবে দেখো হেসে।

———————-
০৯.০১.২০১৫
বোরহান বাগ, পূর্ব শিবগঞ্জ, সিলেট

দেশপ্রেম
——————————————————-

সকাল বেলা মিনু বসে
নদীর ছবি আঁকে
গান গায় নাচও করে
নিত্য পড়ার ফাঁকে।
বিনু বলে- ফেল মারবি
সব করতে গেলে
আমার কথা না শুনলে
যাবি অতল জলে।
মিনু বলে অবাক হলাম
পরামর্শটি শুনে
তাজ্জব হয়ে ভাবছি তাই
একলা মুনে মুনে।
পরের কথায় চলি নাকো
নিজের মতো চলি
দেশ প্রেমের কথা তাইতো
সদাই মুখে বলি।
কাজে কর্মেও পাবে তুমি
দেশ প্রেমের ছাপ
দেশের তরে জীবন দিতেও
নেইকো অনুতাপ।
দেশকে নিয়ে ভাবছি আমি
তুমিও যদি পার
নিজের দেশকে ভালোবেসে
সুস্থ জীবন গড়।

————
০২.০১.২০১৫
বোরহান বাগ, পূর্ব শিবগঞ্জ, সিলেট