‘তারেককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা উচিত’
সুরমা টাইমস ডেস্কঃ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ বি তাজুল ইসলাম বলেছেন, খালেদার ‘কুসন্তান’ তারেক রহমান জাতির পিতাকে নিয়ে যে কটূক্তি করেছে, এ জন্য তাকে ধরে এনে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা উচিত।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিভিন্ন উন্নয়ন সূচকে এগিয়ে যাচ্ছে, তখন ষড়যন্ত্রের মহারানি খালেদা জিয়া হরতাল-অবরোধ ডেকে উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। বাংলাদেশের মানুষের সমর্থন না পেয়ে বিদেশি প্রভুদের গোলামি করছে। বিদেশিরাও যখন ফিরিয়ে দিচ্ছে, তখন তাদের স্বাক্ষর জাল করে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। রাজপথে থেকে আওয়ামী লীগ দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবিলা করবে।’
আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবীরের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, সংগঠনের উপদফতর সম্পাদক বেলাল আহমেদ, আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক এম এ জলিলসহ আরো অনেকে।