মাওলানা সোহেলের মুক্তির দাবীতে ও অবরোধের সমর্থনে নগর জামায়াতের মিছিল
হামলা-মামলা-গ্রেফতার নির্যাতন চালিয়ে আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না
—–মোঃ ফখরুল ইসলাম
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ ফখরুল ইসলাম বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গোটা জাতি ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে পড়েছে। এই দৃশ্য দেখে অবৈধ সরকারের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তারা গ্রেফতার নির্যাতনের ঘৃণ্য খেলায় মত্ত হয়ে উঠেছে। সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা সোহেল আহমদকে অন্যায়ভাবে গ্রেফতার করে চলমান আন্দোলনকে আরো বেগবান করতে বাধ্য করেছে সরকার। হামলা-মামলা গ্রেফতার নির্যাতন চালিয়ে দেশপ্রেমিক জনতার চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখার বাকশালী খায়েশ কোনদিন পুরন হবে না। অবিলম্বে সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ ও সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী সহ সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। অন্যথায় সর্বস্তরের সিলেটবাসীকে সাথে নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচীর ঘোষণা আসবে।
তিনি গতকাল বৃহস্পতিবার সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা সোহেল আহমদকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে, মুক্তির দাবীতে ও ২০ দলীয় জোট কেন্দ্র আহুত টানা ৩য় দিনের অবরোধের সমর্থনে সিলেট নগর জামায়াত আয়োজিত তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপরোক্ত কথা বলেন। নগরীতে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট আব্দুর রব, জামায়াত নেতা মু. আজিজুল ইসলাম, রফিকুল ইসলাম মজুমদার, ইসলামী ছাত্রশিবির মহানগর সেক্রেটারী মাসুক আহমদ, শিবির নেতা জাবাল আহমদ প্রমুখ।
অবিলম্বে মাওলানা সোহেল আহমদসহ রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে
——-সিলেট জেলা ও মহানগর জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগর সেক্রেটারী মাওলানা সোহেল আহমদকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর, জেলা দক্ষিণ ও জেলা উত্তর জামায়াত নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে মাওলানা সোহেল আহমদ সহ রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন, সিলেট মহানগর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নায়েবে আমীর মো: ফখরুল ইসলাম ও সহকারী সেক্রেটারী এডভোকেট আব্দুর রব, সিলেট জেলা দক্ষিণের আমীর মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান ও সেক্রেটারী মাওলানা লোকমান আহমদ, সিলেট জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জাতীয় স্বার্থে চলমান অবরোধ সর্বাত্মকভাবে সফল হতে দেখে সরকার গ্রেফতার নির্যাতনের ঘৃণ্য খেলায় মেতে উঠেছে। সারাদেশে বিরোধী নেতাকর্মীদের উপর শুধু হামলা-মামলাই নয়, গণগ্রেফতার চালিয়ে গোটা দেশে এক ভীতিকর অবস্থার সৃষ্টি করেছে। গ্রেফতার নির্যাতন করে মুক্তিকামী জনতার আন্দোলন বন্ধ করা যায় না, আরো বেগবান হয়। অবিলম্বে সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ ও সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। জামায়াত নেতাদের মুক্তি নিয়ে কোন টালবাহানা সিলেটবাসী বরদাশত করবে না। বিজ্ঞপ্তি