শাহী ঈদগায় পেট্রোল বোমা হামলায় চাল বোঝাই ট্রাক ভষ্ম (ভিডিও)
সুরমা টাইমস ডেস্কঃ নগরীর শাহী ঈদগাহ এলাকায় চাল বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার ব্রিগেডকর্মী ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই চাল বোঝাই ট্রাকের ব্যাপক ক্ষতি সাধিত হয়। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে আম্বরখানা-শাহীঈদগাহ রোডের পানিউন্নয়ন বোর্ডের সামনে (পশ্চিম শাহী ঈদগাহ) এ ঘটনা ঘটে। তবে ট্রাকে অগ্নিসংযোগকারী যুবকদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রাকটি নগরীর কালিঘাট থেকে শাহী ঈদগাহ হয়ে আম্বরখানার দিকে যাচ্ছিল। পানি উন্নয়ন বোর্ডের কাছে আসার পর চারটি মোটরসাইকেলে ৮-১০জন যুবক এসে ট্রাকটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুঁড়ে মারে। পেট্রোল বোমার বিস্ফোরণে আগুন ধরে যায় ট্রাকে। পুড়তে থাকে ট্রাকে থাকা চালের বস্তা।
ট্রাকে আগুন ধরার দৃশ্য দেখে ছুটে আসেন স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা। তারা খবর দেন ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয় লোকজন প্রায় আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে আগুন নেভানোর আগেই ট্রাক এবং ট্রাকে বোঝাইকৃত চালের ব্যাপক ক্ষতি হয়।