এবারও খালেদার কার্যালয়ের গেটে বালুর ট্রাক
সুরমা টাইমস ডেস্কঃ ৫ই জানুয়ারি ‘গণতন্ত্রের কালো দিবস’ উপলক্ষে বিরোধী জোটের ডাকা সমাবেশে যাওয়ার ঠেকাতে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের গেটের সামনে বালু ও ইট ভর্তি ৬টি ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়েছে পুলিশ। রোববার রাত ১২টার দিকে দুটি ইট ভর্তি ও তিনটি বালুভর্তি ট্রাক এবং একটি খালি ট্রাক এনে কার্যালয়ের গেটের সামনে রাখা হয়।
একজন ট্রাক ড্রাইভার জানান, ট্রাকের কাগজপত্র দেখার কথা বলে কাকলী সিগন্যাল থেকে নিয়ে আসা হয় তাদের। এর আগে শনিবার রাত ১২টায় কার্যালয় থেকে বেরুতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় খালেদা জিয়াকে। প্রায় আধা ঘন্টা কার্যালয়ের গেটে অবস্থান করে ফের ভেতরে চলে যান তিনি। এরপর থেকে কার্যালয়েই অবস্থান করছেন খালেদা জিয়া। গত বছরের ৫ই জানুয়ারির নির্বাচনের আগে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি সামনে রেখে খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল।