আজ রাজপথে নামবেনই খালেদা জিয়া

Khaleda Ziaসুরমা টাইমস ডেস্কঃ ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস’ পূর্বঘোষিত কর্মসূচি সফল করতে সকল ব্যারিকেড ভঙ্গ করে রাজপথে নামবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল জানান, পূর্বঘোষিত কর্মসূচিতে ম্যাডাম অংশগ্রহণ করবেন। যেভাবে পুলিশ তাকে অবরুদ্ধ করে রেখেছে, এ অবরুদ্ধ ভেঙে রাজপথে নামার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। ‘খালেদা জিয়া কার্যালয় থেকে বের হচ্ছে না, তিনি নাটক করছেন’-প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করে মারুফ কামাল বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। সাংবাদিকেরা পরিস্থিতি দেখতে পারছেন। তিনি কার্যালয় থেকে বেরুতে পারেছেন না। দুই দিন ধরে তিনি এক কাপড়ে আছেন। খাবারে কষ্ট হচ্ছে। এ ছাড়া ঘুমাতে পারছেন না।’ এদিকে রোববার দুপুরে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। সাক্ষাৎ শেষে বের হওয়ার পথে সাংবাদিক নেতা শওকত মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া বলেছেন, তিনি সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা মানেন না। তিনি যে কোনো মূল্যে সেমাবার রাজপথে নামবেন।’ এ ছাড়া সুপ্রিম কোট বার এ্যাসোসিয়েশনের এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে আইনজীবীদের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘ম্যাডাম আমাদের বলেছেন কোনো নির্দেশের অপেক্ষা না করে দলমত নির্বিশেষে শান্তিপূর্ণভাবে কালো পতাকা ও বিক্ষোভ সমাবেশ পালন করতে।’ দলীয় সূত্র জানিয়েছে, সোমবার সকাল ১০টার দিকে খালেদা জিয়া গুলশান কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করবেন। যদি বাধা দেওয়া হয় তাহলে পায়ে হেঁটে বের হওয়ার চেষ্টা চালাবেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে খালেদা জিয়া গুলশান কার্যালয় থেকে বের হতে চাইলে পুলিশ তাকে বাধা দেয়। বেশ কিছুক্ষণ গাড়িতে অবস্থান শেষ নিজ কক্ষে ফিরে যান। মূলত তখন থেকেই তিনি ‘অবরুদ্ধ’ আছেন। রোববার সকাল থেকেই গুলশানে নিরাপত্তা জোরদার করা হয়। গুলশানের ৮৬ নম্বর সড়কে ৬ নম্বর বাড়ির খালেদা জিয়ার কার্যালয়ের সামনের রাস্তার দুই মাথায় বসানো হয় কয়েক স্তরের নিরাপত্তাবেষ্টনী। কার্যালয়ের সমান দিয়ে পুলিশ সব ধরনের যান চলাচল বন্ধ রেখেছে। এ ছাড়া কার্যালয় মূল ফটক ঘেঁষেই রয়েছে পুলিশের অবস্থান। র‌্যাব, পুলিশের সাঁজোয়া যানও প্রস্তুত রয়েছে। গুলশান কার্যালয় সূত্রে জানা যায়, গত (শনিবার) রাতে ম্যাডাম নেতাকর্মীদের সঙ্গে টেলিফোনে দিকনির্দেশনা দেন। যেকোনো মূল্যে কর্মসূচি সফল করার জন্য সকল স্তরের জনগণকে নিয়ে রাজপথে নেমে আসার আহ্বান জানান। এ ছাড়া দলের নেতাদের নির্দেশের অপেক্ষা না করে নিজ উদ্যোগে রাজপথে থাকার জন্যও কর্মীদের নির্দেশ দেন। বিস্তারিত…» আজ রাজপথে নামবেনই খালেদা জিয়া