পাঠ্যপুস্তকে বীরাঙ্গনাদের বীরত্বগাঁথা সংযুক্তের নির্দেশ
সুরমা টাইমস ডেস্কঃ পাঠ্যপুস্তকে একাত্তরে বীরাঙ্গনাদের গৌরবের বীরত্বগাঁথা সংযুক্তের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার রংপুরের আলবদর কমান্ডার এটিএম আজহারুল ইসলামের রায়ের পর্যবেক্ষণে এমন নির্দেশের কথা জানান আদালত। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর জিয়াদ আল মালুম এতথ্য জানিয়ে বলেন, ‘‘পাঠ্যপুস্তকে একাত্তরে সত্বীত্ব হরণ করা নারীদের বীরত্বগাথা তুলে ধরার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।’’
তিনি বলেন, ‘ট্রাইব্যুনাল বলেছেন, একাত্তরে মা, বোনরা নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। তাদের সত্বীত্ব হরণ করেছে একাত্তরের ঘাতকরা। তাই এই রায়ের মধ্যদিয়ে নির্যাতনের শিকার নারীরা তাদের গৌরব ফিরে পেয়েছে। তাদের পুনর্বাসন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাইব্যুনাল।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, বীরাঙ্গনাদের বীরত্বগাথা সকল স্কুল কলেজে যেন পড়ানো হয়, সেই বিষয়ে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন। এটি বিশ্বের ইতিহাসে একটি বিরল রায়। এরকম রায় বিশ্বের কোনো আদালত এর আগে দেয়া হয়নি।