জকিগঞ্জে ছাত্রলীগের হরতাল বিরোধী শোডাউন
জকিগঞ্জ প্রতিনিধিঃ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল প্রতিহতের ডাক দিয়ে গতকাল সোমবার জকিগঞ্জ উপজেলা ব্যাপি হরতাল বিরোধী শোডাউন করেছে জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। সকাল ৬ টা থেকে পৌর শহর ও উপজেলার থানা বাজার, বাবুর বাজার, গঙ্গাজল, কামালগঞ্জ, বারঠাকুরী, সোনাসার, চেকপোষ্ট, কালিগঞ্জসহ বিভিন্ন স্থানে ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান নেয়। হরতাল বিরোধী শোডাউন শেষে বিভিন্ন পথসভায় উপজেলা ছাত্রলীগ নেতা শাহব উদ্দিন তাপাদার শাকিলের সভাপতিত্বে ও আব্দুস সামাদ আজাদ ও কামিল তাপাদারের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা শিব্বির আহমদ চৌধুরী আলম, উপজেলা ছাত্রলীগ নেতা এম এ হাসান রাসেল, দেলোয়ার হোসেন, আনহার রহমান, ফুয়াদ আল আমিন, জাবের আহমদ খাঁন, কলেজ ছাত্রলীগ নেতা আতিকুর রহমান, পংকজ রায় প্রমূখ। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুনমুন, ইমরান, আব্দুল মালেক, সাহেদ, শাহান, মোস্তাফা, ফরহাদ, রুবেল, আব্দুল মুকিতসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্রলীগের হরতাল বিরোধী শোডাউনে সমর্থন জানান উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।