বিশ্বনাথে অগ্রগামী যুব সংঘের সভা অনুষ্ঠিত
বিশ্বনাথ প্রতিনিধিঃ পরিবেশ বাচাঁতে হবে। এর জন্য প্রয়োজন বেশী বেশী করে গাছ লাগানো। ‘গাছ লানাগ পরিবেশ বাচাঁন’।- এ স্লোগান কে সামনে রেখে কাজ করছে সামাজিক সংগঠন অগ্রগামী যুব সংঘ পশ্চিম শ্বাসরাম। ২০০৮ সালে ইকরাম বিলের পাশ দিয়ে আকাঁবাকাঁ মেঠো পথে গ্রামের কিছু যুবক উদ্যোগ নেন গান লাগানোর। তারা পশ্চিম শ্বাসরাম রহমান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সামন থেকে প্রায় ৫০০ মিটার রাস্তায় রোপন করেন বিভিন্ন জাতের গাছ। গাছগুলোর মধ্যে রয়েছে কদম, রেন্টি, চাম্বুল, বেলজিয়াম, মেহগণিসহ আরো কয়েকটি জাতের গাছ। সংখ্যায় প্রায় ৫০০ শতাধিক হবে।
ওই সংগঠনের সভা ছিল গতকাল শুক্রবার। সভা সংঘের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি তজম্মুল আলী রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনহাজুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সদস্য আপ্তর আলী, নেছার আহমদ মুজিব, হাফিজ হাফিজুর রহমান শিপন, ফয়ছল আহমদ, ফরহাদ আহমদ।
সভায় সংঘের বিভিন্ন দিক নিয়ে ব্যাপক আলাপ-আলোচনা করা হয়।