‘৫ জানুয়ারী সিলেটের রাজপথ আ’লীগের দখলে থাকবে’
সুরমা টাইমস ডেস্কঃ হরতাল ডেকে ২০ দলের নেতারা মাঠে নেই। তারা ঘরে বসে আরাম করছে। তারা লুকিয়ে লুকিয়ে বক্তব্য দেয়। আগামী ৫ জানুয়ারীও সিলেটের রাজপথ আ্ওয়ামীলীগের দখলে থাকবে। বিএনপি-জামায়াতকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না।
বিএনপি নেতৃত্বাধিন ২০ দলীয় জোটের হরতালের প্রতিবাদে সোমবার ১২টার দিকে নগরীর কোর্টপয়েন্টে সমাবেশে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনেরনেতৃবৃন্দ এসব কথা বলেন।
সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।
এদিকে এদিকে সমাবেশ শেষে কোর্ট পয়েন্ট থেকে একটি মিছিল বের করে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি জিন্দাবাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।