দিরাইয়ে নুরুল বাহিনীর দৌরাত্ম : সন্ত্রাসী হামলায় ব্যবসায়ীসহ ৫জন ওসমানী হাসপাতালে
দিরাই প্রতিনিধিঃ দিরাই বাজারে প্রকাশ্যে দিবিলোকে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ীসহ ৫ জন আহত হয়েছে। তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ব্যবসায়ী ইজাজুল ইসলামের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় দিরাই থানায় এজহার দেয়া হয়েছে।
জানা গেছে, গত ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে দিরাইয়ের চিহৃত সন্ত্রাসী নুরুল হকের নেতৃত্বে একদল সন্ত্রাসী পৌর এলাকার চন্ডিপুরের বাসিন্দা ব্যবসায়ী ইজাজুলের উপর হামলা চালায়। সন্ত্রাসীরা পিটিয়ে তার বাম হাত ভেঙ্গে ফেলে। মাথায় রক্তাক্ত আঘাত পান তিনি। প্রথমে তাকে উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্মদরত চিকিৎসক তাকে ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি হাসপাতালের ৩য় তলার ১১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন। এরপর দিন সন্ধ্যায় একই বাহিনী দিরাই বাজারে হামলা চালিয়ে ইজাজুলের সহোদর মনিরুল ইসলাম, তার চাচাতো ভাই রফু মিয়া ও মুজিবুর রহমানকে পিটিয়ে আহত করে। অবস্থা গরুতর হওয়ায় এদেরকেও ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়। এ ঘটনায় দিরাই থানায় এজহার জমা দেয়া হয়েছে। তবে পুলিশ সন্ত্রাসীদের কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি।
জানা গেছে, এক সময়ের সামান্য দিন মজুর আবুলের পুত্র নুরুল হক ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে বেপরোয়া হয়ে উঠেছে। তার সহোদর আবুল হকের অত্যাচারে নিরীহ লোকজন অতীষ্ট হয়ে উঠলেও এদের বিরুদ্ধে কখনো এ্যাকশন নেয়নি আইনশৃংখলা বাহিনী। কখনো আওয়ামীলীগ না করার পরেও কেবলমাত্র আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে এরা গড়ে তুলেছে একটি অপরাধী চক্র। এদের বিরুদ্ধে এ্যাকশন নিতে আইনশৃংখলা বাহিনীর প্রতি দাবী জানিয়েছেন দিরাইয়ের নিরীহ লোকজন।
এ বিষয়ে দিরাই থানার ওসি বায়েছ আলম জানান, এঘটনার অভিযোগ পাওয়া গেছে। অপরাধীদের কে আইনের আওতায় আনা হবে।