তাহিরপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
কামাল হোসেন,তাহিরপুর(সুনামগঞ্জ)
তাহিরপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শীত বস্ত্র বিতরণ। গতকাল শনিবার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে মল্লিকপুর প্রাথমকি বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থীর মধ্যে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। মল্লিকপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্টাতা হুমায়ুন মল্লিক এর উদ্যেগে ও তাহিরপুরের কৃতি সন্তান প্রখ্যাত সাংবাদিক হাসান শাহারিয়ারের সহযোগিতায় শীত বস্ত্র বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন,বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন,বাদাঘাট ডিগ্রি কলেজ অধ্যক্ষ জুনাব আলী,শিক্ষক হাবিবুর রহমান,মন্টু ভূষন সরকার,সমাজ সেবক আবুল হোসেন,মেহেদী হাসান উজ্জ্বল ও প্রমূখ। উল্লেখ্য ১লা ডিসেম্বর থেকে আনুষ্টানিকভাবে এ প্রাথমিক বিদ্যালয়টি যাত্র শুরু করে।