বিশ্বনাথে হেলিকপ্টার যোগে আজ আসছেন আল্লামা আহমদ শফী
বিশ্বনাথ প্রতিনিধি: প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথের পল্লী এলাকায় হেলিকপ্টার যোগে আজ সোমবার আসছেন হেফাজতে ইসলামীর আমীর আল্লামা শাহ আহমদ শফী। উপজেলার দশঘর ইউনিয়নের জামেয়া ইসলামীয়া দারুল উলুম বুরুনী মাদরাসার আর্ন্তজাতিক ইসলামী মহাসম্মেলনে বাদ যোহর অংশগ্রহণ করবেন তিনি। সম্মেলন মাদরাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনে সফলের লক্ষে প্রচার-প্রচারণা চলছে। সম্মেলনের জন্য বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। ইউনিয়নের বিভিন্ন সড়কে নির্মাণ করা হয়েছে কয়েকটি তোরণ। হেলিকপ্টারটি অবতরণ করবে স্থানীয় ঈদগাহ মাঠে। অবতরণের স্থানকে সাজানো হয়েছে নানাভাবে। এই প্রথম বারের মতো আল্লামা শাহ আহমদ শফীর আগমনে উপজেলার মানুষের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। তাকে এক নজর দেখার জন্য এলাকার হাজার হাজার মানুষ উপস্থিত হবে এমটাই মনে করছেন আয়োজকরা। ইতিমধ্যে ইসলামী সম্মেলনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। সম্মেলনে আল্লামা আহমদ শফীর সাথে থাকবেন, মাওলানা আওলাদে রাসুল আল্লামা সাইয়্যদ মাদানী ভারত,সৌদি আরবের মদীনা শরীফের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা আখলাছ রশিদী ও মাওলানা জুনাইদ বাবুনগরী।
এব্যাপারে মাদরাসার মুহতামীম মাওলানা আরজুমন্দ আলী আল্লামা আহমদ শফী সম্মেলনে আসার সত্যাতা স্বীকার করে বলেন, সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।