তাহিরপুরে শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরম স্বপ্নচুড়ার যাত্রা শুরু
কামাল হোসেন,তাহিরপুর(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের তাহিরপুরে অনুষ্টানিকভাবে স্বপ্নচুড়া নামের একটি শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরম যাত্রা শুরু করেছে। জানাযায়, সূপ্ত বাসনা আজ প্রস্ফুটিত সুন্দও আগামী দৃঢ প্রত্যয়ে আজ আমরা মুষ্টিবদ্ধ এই শ্লোগনকে সামনে রেখে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে র্যালী ও পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ৩০ জন সদস্য নিয়ে স্বপ্নচুড়া উন্নয়ন ফোরামের আনুষ্টানিক উদ্বোধন করেন বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষ শফিকুল ইসলাম দানু। স্বপ্নচুড়ার উন্নয়ন ফোরমের সদস্য আবির হাসন বলেন, আমাদের মাঝে যাহাতে পদ পদবি নিয়ে ক্ষমতার প্রলোভনে সকল সদস্যদের মধ্যে ফাটল ধরতে না পারে সেজন্য আমরা সকলেই সাধারণ সদস্য হিসেবে প্রতিজ্ঞাব্ধ হয়ে বৃহত্তর তাহিরপুর উপজেলার অসচ্ছল, দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রতি সহযোগীতার হাত প্রসারিত করণ, কৃতি ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান, এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়নের প্রসার ঘটানো, জনসাধাররে মধ্যে যৌতুকের কুফল ও বাল্য বিবাহ প্রতিরোধ উত্যাদি সচেতনতা মূলক র্কাযক্রম প্রচার প্রচারনা, সর্বোপরি এলাকার আর্থসামাজিক উন্নয়নে সংঘবদ্ধভাবে নিজেদের স্বপ্নচুড়ার মাধ্যমে জড়িত রাখা, তাহিরপুরের সম্মানী গুণীজনদের সম্মাননা জানানো, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের লক্ষে কাজ করা, এলাকায় একটি পাবলিক পাঠাগার প্রতিষ্ঠা করে যেখানে জনসাধারন সুস্থ মননশীল বিকাশের সুযোগ লাভ করতে পারে এই লক্ষে কাজ করা। এবং দেশ স্বাধীনের ৪৩ বছর পেরিয়ে গেলেও হাওর বেষ্টিত তাহিরপুর উপজেলার বেশির ভাগ স্কুলের জরার্জীণ শহীদ মিনারের সংস্কার করাই এ স্বপ্নচুড়ার লক্ষ।