৪৩ বছর পর আজও স্বীকৃতি পাননি মলয় চক্রবর্তী

Moloy Chokrobortiজসিম উদ্দিনঃ মুক্তিযুদ্ধের ৪৩ বছরে ও স্বীকৃতি পাননি মলয় চক্রবর্তী। ১৯৭১ সালে দেশ মাতৃকাকে পরাধীনতার নাগপাশ মুক্ত করতে সীমান্ত পাড়ি দিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন সুনামগঞ্জের কান্দিগাও গ্রামের যুবক মলয় চক্রবর্তী। ভারতে সাফল্যের সাথে প্রশিক্ষণ শেষ করে ৪নং সেক্টরে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন। মলয় চক্রবর্তী কোম্পানি কমান্ডার গফুর মিয়ার নেতৃত্বে যুদ্ধ করেন। এসময় ৪নং সেক্টরের কমান্ডার ছিলেন মে.জে.মীর লিয়াকত আলী,সাব সেক্টর কমান্ডার ছিলেন মেজর মুত্তালিব। স্বাধীনতা অর্জনের ৪৩ বছর পরও হতভাগা মলয় চক্রবর্তীর ভাগ্যে জুটেনি জেনারেল এমএজি ওসমানীর স্বাক্ষরিত সনদপত্র ছাড়া অন্য কিছু। এমনকি মুক্তিযোদ্ধা সংসদের তালিকায় ও তার নাম নেই।

বর্তমানে মলয় চক্রবর্তী ছয় সন্তান ও স্ত্রী নিয়ে জৈন্তাপুর উপজেলারর সরুখেল পশ্চিম গুচ্ছ গ্রামে অত্যান্ত মানবেতর জীবন কাটাচ্ছেন,বর্তমানে তিনি ব্রেইন টিউমার ও প্যারালাইসিস সহ নানা রোগব্যাধিতে ভুগছেন। মুক্তিযোদ্ধা সংসদে বারবার ধরনা দিয়েও মলয় চক্রবর্তী কোন সরকারী অনুদান বা ভাতা পাননি। এ ব্যাপারে মলয় চক্রবর্তী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় নেতৃত্ব ও মাননীয়প্রধানমন্ত্রীর সহানুভূতি কামনা করেন।