বিশ্বম্ভরপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা

কামাল হোসেন,তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি,
বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি বিশ্বম্ভরপুর এর আয়োজনে ৪ দিনব্যাপী ৪৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরনের মধ্য দিয়ে সমাপ্ত হয়। বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে পুরস্কার বিতরনী হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছরোয়ার আলম এর সভাপতিত্বে মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আঃ মান্নানের সঞ্চালনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সুলেমান তালুকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুর রহমান সাজু, ধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আপ্তাব উদ্দিন, মেরুয়াখলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারন সম্পাদক মোঃ আব্দুল কাইয়ূম, উপজেলা আওয়ামিলীগ সাধারন সম্পাদক দিলীপ কুমার বর্মন প্রমুখ। ৪ দিন ব্যাপী অনুষ্ঠেয় উক্ত শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা অংশ নেন। দৌড়, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, বর্ষা নিক্ষেপ, লাফ-ধাপ-ঝাপ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেন ছাত্র-ছাত্রীরা।