বিয়ানীবাজারে ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৫
বিয়ানীবাজার সংবাদদাতাঃ বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের কর্মী সম্মেলনে স্লোগান দেয়াকে কেন্দ্র করে বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত উপজেলা ছাত্রদল কর্মী আকমল আলীর অবস্থা আশংকাজনক। বুধবার বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে কর্মী সম্মেলনের সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদসহ জেলা ছাত্রদলের দায়িত্বশীলরা সম্মেলনস্থল বিয়ানীবাজার সরকারি কলেজের মিলনায়তনে উপস্থিত হন। এ সময় ছাত্রদলের বাবর গ্রুপের কর্মীদের মধ্যে স্লোগান দেয়াকে কেদ্র করে মিছবাহ গ্রুপের নেতাকর্মীদের হাতাহাতি হয়। এর জের ধরে বাবর গ্রুপের কর্মীরা মিছবাহ গ্রুপের নেতাকর্মীদের উপর হামলায় চালায়। এ সময় আকমল আলী (২৩), হোসাইন আহমদ (২৬), সোহেল আহমদ, ময়নুল হোসেনসহ পাঁচজন আহত হন।
আহতদের মধ্যে মাথায় আঘাতপ্রাপ্ত আকমল আলীর অবস্থা গুরুতর। তাকে বিয়ানীবাজার উপজেলা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে উপজেলা ছাত্রদলের কর্মী সম্মেলনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ।