শ্যামানন্দ মোহন্ত মহারাজের তিরোধান তিথি উপলক্ষে বত্রিশ প্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তণ ৪ জানুয়ারি

Shamanondo Moharajপ্রভুপাদ শ্রীশ্রী শ্যামানন্দ দাস মোহন্ত মহারাজের তিরোধান তিথি ও সমাধি মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে বত্রিশ প্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তণ মহোৎসবের আয়োজন করা হয়েছে। শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া দেওলগ্রাম, দাসপাড়া, বিয়ানীবাজার, সিলেটে এই হরিনাম সংকীর্ত্তণ উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ৪ জানুয়ারি রোববার বিকেল ৪টায় শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত পাঠ, পাঠক- শ্রীশ্রী মুরারি মোহন দাস মোহন্ত ও শ্রীশ্রী রাম রায় দাস মোহন্ত, বৃন্দাবন, ভারত। রাত ৮টায় হরিনাম মহাযজ্ঞের শুভ অধিবাস, পরিবেশনায়- শ্রীযুক্ত বিকাশ পাল, হবিগঞ্জ। ৫ জানুয়ারি সোমবার ব্রাহ্মমুহূর্ত থেকে বত্রিশ প্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম মহাযজ্ঞের শুভারম্ভ। এদিন শ্রীহট্টিয়াবাসীর আদরের ধন, দেওলগ্রাম আশ্রমের রূপকার নিত্যলীলায় প্রবিষ্ট প্রভুপাদ শ্রীশ্রী শ্যামানন্দ দাস মোহন্ত মহারাজের সমাধি মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে। দুপুর ১টায় ৬৪ মোহন্তের ভোগরাগ দর্শন। উক্ত যজ্ঞের পৌরহিত্য করবেন শ্রীশ্রী মুরারি মোহন দাস মোহন্ত ও শ্রীশ্রী রাম রায় দাস মোহন্ত, বৃন্দাবন, ভারত ও শ্রীশ্রী নিত্যানন্দ মোহন্ত মহারাজ, পনিটুলা, সিলেট। ৫ জানুয়ারি সোমবার থেকে ৮ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত বত্রিশ প্রহরব্যাপী সংকীর্ত্তণ চলবে। প্রতিদিন দুপুর ২টা থেকে সর্বস্তরের ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। নামসুধা পরিবেশন করবেন- নিতাই গৌর সম্প্রদায়, মানিকগঞ্জ, ঢাকা; মদনমোহন সম্প্রদায়, ফরিদপুর; জয়গোবিন্দ সম্প্রদায়, মাদারীপুর; মা আনন্দময়ী সম্প্রদায়, গোপালগঞ্জ; শ্রীনাম সংঘ, কিশোরগঞ্জ; নিতাইগৌর সম্প্রদায়, মৌলভীবাজার ও শ্রী অমল চন্দ, গাছবাড়ী, কানাইঘাট। ৯ জানুয়ারি শুক্রবার সকাল ৮টায় দধিভা- ভঞ্জন ও কীর্ত্তণ সমাপন, পরিবেশনায় শ্রীযুক্ত বিকাশ পাল, হবিগঞ্জ।

বত্রিশ প্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তণ উৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দ ও অনুরাগীদেরকে স্বঃতস্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া, দেওলগ্রামের সেবায়িত শ্রী শ্যামলী দাসী ভা-ারী ও শ্রী স্বরূপ দাস মোহন্ত বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। -বিজ্ঞপ্তি