চুনারুঘাটে পৌরসভার উপ-নির্বাচনে নাজিম উদ্দিন শামছু নির্বাচিত
এম এস জিলানী আখন্জী, চুনারুঘাটঃ চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাচন শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী নাজিম উদ্দিন শামছু (তালা) ২ হাজার ৯শ ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি সাইফুল আলম রুবেল (চশমা) পেয়েছেন ২ হাজার ৮৯ ভোট। এছাড়া জিল্লুল কাদির লস্কর (কাপ প্লেইট) পেয়েছেন ১ হাজার ৭শ ৭৩ ভোট, ইফতেখায়রুল গনি খায়রু দোয়াত কলম) পেয়েছে ১ হাজার ২শ ৬৪ ভোট, আব্দুল্লাহ আল মামুন (মাইক) পেয়েছেন ২৫৭ ভোট ও আফসার আহমেদ চৌধুরী (আনারস) পেয়েছেন ৫২ ভোট। এর পূর্বে সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। পৌরসভার ১১ হাজার ২শ ভোটের মধ্যে ভোট দিয়েছেন ৮ হাজার ৪শ ৩৬ ভোট। ভোট প্রদানের হার ৭৫.৩১%। চুনারুঘাটের ইতিহাসে নজির বিহীন নিরাপত্তার মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১১টি কেন্দ্রে ১১ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছাড়া বিপুল সংখ্যক পুলিশ ও আনসার মোতায়নের পাশা পাশি ছিল সবকটি কেন্দ্রেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। ফলে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।