বিশ্বনাথে গোয়াহরি বড় বিলে পলো বাওয়া উৎসব
বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে প্রায় আড়াইশত বছরের ঐতিহ্যবাহি পলো বাওয়া উৎসব কে কেন্দ্র করে প্রতি বছরের মতো এ বছরও এর ব্যতিক্রম হয়নি। আনন্দঘন পরিবেশে গতকাল সোমবার ৮ পৌষ দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের দেিণর বিল (বড় বিলে) চিরায়ত বাংলার পুরানো ঐতিহ্যবাহী বার্ষিক পলো বাওয়া উৎসব বিপুল উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।
এবছর বিলে বিভিন্ন জাতের মাছ থাকায় পলো বাওয়া উৎসবে সৌখিন শিকারীরা মাছ ধরে বাড়ি ফিরেছেন আনন্দ নিয়ে। পুরানো দিনের পলো বাওয়া উৎসব দেখতে গোয়াহরি গ্রামে অনেক আত্বীয়-স্বজন, সৌখিন মানুষ দেখতে এসেছিলেন পলো বাওয়া উৎসব। অনেক প্রবাসী দেশে বেড়ানোর উদ্দেশ্যে এসেছেন উৎসবে অংশ নিতে। উৎসবের আনন্দ বড়-ছোট সবাই মধ্যে ছিল। অনেক শিশু বিলের পাড়ে বাবা-চাচা-দাদা-মামা-ভাইর হাত ধরে এসেছে মাছ ধরে নিয়ে যাওয়ার জন্য। সকাল ১০টা থেকে শুরু হওয়া পলো বাওয়া উৎসব বেলা দেড়টায় শেষ হয়।
পলো বাওয়া উৎসবে শিকারীরা বোয়াল, শোল, গজার, কার্প জাতীয় মাছ, কালিবাউস, মাগুর, রুই প্রভৃতি ধরেছেন। উৎসবে গোয়াহরি গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার সহশ্রাধিক সৌখিন শিকারীরা যোগদিয়েছিলেন। উৎসব দেখতে আশপাশের গ্রামের লোকজন সকাল থেকেই ছোট ছোট দল বেঁধে আসতে থাকেন গোয়াহরি গ্রামের দেিণর বিলে। বাঁশের তৈরী পলো দিয়ে প্রবীণ মুরব্বী আব্দুল জব্বার, মাওলানা ইসলামুজামান, জাহাঙ্গীর আলম কয়েছ, নাজমুজ্জামান, আবদুর রব, আবুল কাহার, ইকবাল হোসাইন, গোলাম হোসেন, মাওলানা ইউনূছ আলী, মনোয়ার হোসেন, হাছন আলী, আখলুছ আলী, আব্দুল আলিম, ইছাক আলীসহ প্রায় সকলেই মাছ পেয়েছেন।