‘সুন্দরবনে ট্যাংকারডুবির ঘটনা ছিল পরিকল্পিত’
সুরমা টাইমস ডেস্কঃ সুন্দরবনে তেল ট্যাঙ্কার ডুবির ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেছে বিএনপির তদন্ত কমিটি। সোমবার সুন্দরবন পরিদর্শনকালে এক সংবাদ সম্মেলনে সাত সদস্যের বিএনপির তদন্ত কমিটির প্রধান মেজর হাফিজ উদ্দীন বলেন, ‘সুন্দরবনে ট্যাংকারডুবির ঘটনা ছিল পরিকল্পিত’।
তিনি বলেন, ‘বাগেরহাট রামপালে কয়লাভিত্তিক যে বিদ্যুৎকেন্দ্র করা হচ্ছে, সেটি ভারতে করার কথা ছিল। কিন্তু ভারতের পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র না দেওয়ায় তারা সেটি করেনি।’
মেজর হাফিজ বলেন, ‘রামপালে যদি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করা হয় তবে তা সুন্দরবনের জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব ফেলবে। এ কারণে দেশের সচেতন মানুষ আন্দোলন গড়ে তুলেছে। সেই মুহূর্তে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পক্ষে অবস্থানকারীরা পরিকল্পিতভাবে ট্যাংকারডুবির এ ঘটনা ঘটিয়েছি।’
তিনি আরও বলেন, ট্যাঙ্কার ডুবিতে সুন্দরবনের মারাত্মক ক্ষতি হয়েছে, ভবিষ্যতে আরও ক্ষতি হবে। বিএনপির গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুজ্জামান, খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, পরিবেশবিদ ড. ফরিদুল ইসলাম, বাগেরহাট জেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম, খুলনা জেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম মনা ও পরিবেশ সাংবাদিক ফোরামের নেতা কামরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।