মেয়র আরিফের উপর মিথ্যা মামলা বিএনপিকে নেতৃত্ব শূণ্য করার হীন চক্রান্ত : শমসের মবিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী বীর বিক্রম ও সাবেক সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক এক যুক্ত বিবৃতিতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেটের কৃতি সন্তান শাহ এম. এস কিবরিয়া হত্যাকান্ডকে আওয়ামীলীগ যেভাবে রাজনৈতিক ভাবে রুপান্তরিত করেছে তাতে সমগ্র সিলেট বাসী ুব্দ হয়েছে। নেতৃবৃন্দ বলেন, আওয়ামীলীগ নেতৃবৃন্দের বুঝা উচিত ছিল আরিফুল হক চৌধুরী সিলেটের জনগনের বিপুল ভোটে নির্বাচিত মেয়র, তার উপর এ ধরনের অন্যায় প্রতিহিংসা মূলক আচরন সিলেটের জনগনকেই অবজ্ঞা করার শামিল। এ ধরনের অন্যায়ের কাছে সিলেটের জনগন কখনোই মাথা নত করবে না। নেতৃবৃন্দ অবিলম্বে মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপি নেতৃবৃন্দের উপর দায়ের কৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে রাজনৈতিক প্রতিহিংসা থেকে সরে আসার জন্য আওয়ামী নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি