জকিগঞ্জে শীতবস্ত্র বিতরণ
জকিগঞ্জ প্রতিনিধিঃ জকিগঞ্জের বারঠাকুরী যুব কল্যাণ সংঘের উপদেষ্ঠা সমাজসেবী হিফজুর রহমানের উদ্যোগে গতকাল শুক্রবার বারঠাকুরী ইউনিয়ন প্রাঙ্গনে এলাকার শতাধিক শীতার্ত দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। সমাজসেবী আলহাজ্ব ফারুক আহমদের সভাতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নুরুর পরিচালনায় শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এড. ইশতিয়াক আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারঠাকুরী ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মহসিন মরতুজা চৌধুরী টিপু। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ডা. কাদির আল আজাদ, বাহার আহমদ, বেলাল আহমদ ও আজমান উদ্দিন প্রমূখ। সভার শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন হাফিজ মাওঃ ছাদিকুর রহমান।