চীন সফর শেষে দেশে ফিরেছেন মেয়র আরিফ

arifসুরমা টাইমস ডেস্কঃ ট্যুরিজমের পাশাপাশি দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের প্রতিশ্র“তির মধ্য দিয়ে শেষ হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের প্রতিনিধিদলের চীন সফর। সপ্তাহব্যাপী সফর শেষে রবিবার বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও তার সফরসঙ্গীরা।
এসময় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, উর্ধ্বতন কর্মকর্তা এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সিটি কর্পোরেশনের প্রতিনিধিদলকে ফুলেল সংবর্ধনা জানান।
সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ দপ্তর জানায়, সফরের শেষ দিনে চীনের বিদ্যুত প্ল্যান্ট নির্মানকারী প্রতিষ্ঠান সোলারল্যান্ড গ্লোবাল এবং চায়না মেশিনারিজ কোম্পানীর শীর্ষ কর্মকর্তাদের সাথে পর্যায়ক্রমে বৈঠক করেন মেয়র আরিফুল হক চৌধুরী।
উল্লেখ্য, চীনের আমন্ত্রনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুৃল হক চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ২০ অক্টোবর চীন সফরে যায়। সেখানে উশি সিটির সেভেন্থ সিস্টার সিটিজ সামিট ফোরামে অংশগ্রহন করেন তারা। এই সামিট-এ বিশ্বের ২৬ টি দেশের ৪৭ জন মেয়র অংশগ্রহন করেন।