কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ কমপ্লেক্সে দস্তারবন্দি ও ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত
গত ১৭ ডিসেম্বর বুধবার রাতে নগরীর মজুমদার ঘাসিটুলাস্থ কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ কমপ্লেক্সে জামিয়া ইসলামিয়া দারুল ক্বোরআন এর উদ্যোগে দস্তারবন্দি ও ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। বোর্ডে প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও শায়খুল ক্বোররা মাওঃ ক্বারী মোজাম্মিল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত দস্তারবন্দী ইসলামী মহা সম্মেলনে বক্তব্য রাখেন শায়খুল হাদীস মাখযানুল উলুম খিলগাঁও ঢাকা মাদ্রাসার মুহতামিম মাওলানা নূরুল ইসলাম চট্টগ্রামী, দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাদরাসার মুহতামিম মুফতি আবুল কালাম জাকারিয়া, মারকাজুল উলুম মেজরটিলা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল বাসিত বরকতপুরী, জামেয়া মাছুমিয়া মাছিমপুর মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা নজমুদ্দিন কাসেমী, ক্বোরআর শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের সেক্রেটারী জেনারেল আলহাজ্ব বাবর বকত, বোর্ডের মহাসচিব মাওলানা ক্বারী জুবায়ের আহমদ প্রমুখ।
মাওলানা জাহাঙ্গীর খান ও মাওলানা বিলাল এর যৌথ পরিচালনায় পাগড়ী বিতরণী অনুষ্ঠানে বোর্ড থেকে কৃতকার্য ১শ’ ৫০ জন হাফিজ ও ক্বারীদেরকে পাগড়ী প্রদান করা হয়।এবং মহিলা ক্বারীদের তাদের অভিভাবকের কাছে ক্বোরআন শরীফ উপহার দেওয়া হয়। বিজ্ঞপ্তি