শহীদ বুদ্ধিজীবী দিবসে জুড়ীতে প্রথম আলো বন্ধুসভার আলোচনা সভা

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে গত রোববার (১৪/১২) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জুড়ী মডেল উচ্চবিদ্যালয় শহীদ মিনার চত্বরে বন্ধুসভার আহ্বায়ক সুমন দে’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রধান করেন জুড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এম এ মুঈদ ফারুক, তৈয়বুন্নেছা খানম ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ মন্টু, জুড়ী মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস প্রমুখ। এছাড়াও বক্তব্য দেন, শিক্ষক অশোক রঞ্জন পাল, গণমাধ্যমকর্মী সাইফুল ইসলাম সুমন, স্বাগত বক্তব্য দেন, প্রথম আলোর জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু। সভা সঞ্চালনা করেন, বন্ধুসভার যুগ্ম আহ্বায়ক দেবদুলাল দাশ। সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙালি জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবিদের হত্যা করে পাক বাহিনী। কিন্তু, তাতে বাঙালিকে দমিয়ে রাখা যায়নি। তাদের এ অপচেষ্টা ব্যর্থ হয়েছে। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় জুড়ীর পুরাতন জনতা ব্যাংক ভবনে পাক বাহিনী ক্যাম্পে বিভিন্ন জায়গা থেকে মানুষকে ধরে এনে নির্যাতন চালানো হতো। পরে পিছনের পুকুরে লাশ রাখত তারা। যুদ্ধের পর পুকুরটিতে অনেক লাশ পাওয়া যায়। স্বাধীনতার ৪৩ বছর পার হতে চললেও আজো সে জায়গাটা সংরক্ষণ করা হয়নি। সভায় ইউএনও প্রশাসনের পক্ষ থেকে বধ্যভূমি সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান। এর আগে বধ্যভূমির প্রতীকী বেদীতে বন্ধুসভার পক্ষ থেকে পুষ্পস্তবক প্রদান করা হয়।