স্বাধীনতা আমার
মোঃ আব্দুল হক মিয়া (বীর মুক্তিযোদ্ধা)
অবঃ উপ-পুলিশ পরিদর্শক
জগনাৎপুর, ফেনী।
স্বাধীনতা স্বাধীনতা শহীদের রক্তে ভেজানো সবুজের উপর একটি রক্ত জবা স্বাধীনতা স্বাধীনতা।
পুত্র হারা, স্বামী হারা, বিধাব, লাঞ্চিতার, বুকভরা ব্যাথার রূপরেখা স্বাধীনতা স্বাধীনতা।
৭ই মার্চের রেসকোর্সের বজ্রকন্ঠ মুক্তিযুদ্ধের প্রথম ঘোষণা স্বাধীনতা স্বাধীনতা।
২৫ই মার্চে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার ঘুমন্ত বাঙ্গালীর উপর হানাদারের কামান ফাটানো এক
সকরুন বরবর্তা স্বাধীনতা স্বাধীনতা।
কাহার ইশারায় সাত কোটি বাঙ্গালীর প্রাণে জেগেছে যুদ্ধের জয় ধ্বর্নি।
মুক্তিযুদ্ধার প্রাণে এনে দিলে বিজয়ের নতুন প্রেরণা স্বাধীনতা স্বাধীনতা।
রনাঙ্গনে সাথী হারা, বন্ধু হার, ভাই হারা বিরঙ্গনার মর্মযাতনা স্বাধীনতা স্বাধীনতা।
কাহার ইঙ্গিতে বাংলার মানুষ ধরেছিল অস্ত্র করেছিল রন কে সেই মহান কে সেই মহান….?
লোভ লালসা হীন লৌহ মানব বজ্রকন্ঠের ঘোষক স্বাধীনতার নায়ক স্বাধীনতার ঘোষক……।
এরা কারা ? কি চায় এরা ? কোথায় জন্ম এদের, কেন নীরব জনতা স্বাধীনতা স্বাধীনতা।
চিরনিয়ম ঘাত প্রতিঘাতে আর মেঘে মেঘে আঘাতে হয় বজ্রপাত।
হানে আঘাত রক্তের মাঝে ঘাতব চর্বি দানা কি অদ্ভুদ চিৎকার মানুষের সম্মেলনে।
এখানে ও নেই শান্তি মানুষে প্রতিনিধীদের মাঝে তুফান বইছে হিংসার স্বাধীনতা স্বাধীনতা।
আজ এই মহান স্বাধীনতার দিনে হউক মোদের অঙ্গিকার জ্বলে পুড়ে খাক হউক দুঃখ কেশ সৃষ্ট
বেদনা ধনী-দরিদ্রের ব্যাবধান।
সবটুৃকু ভালবাসা দিয়ে স্নিন্ধ প্রেম-প্রীতি জ্যোতিময় ফুলের সৌরভ।
ফিরে আসুক বাঙ্গালির মাঝে ৭১ এর স্বাধীনতার গণ জোয়ার স্বাধীনতা স্বাধীনতা।
তারিখ ঃ ১৪ই ডিসেম্বর-২০১৪খ্রিঃ।