ক্যানসার আক্রান্ত মেধাবী ছাত্রনেতা হা: শামীম আর নেই
এম এস জিলানী আখন্জীঃ চুনারুঘাট প্রতিনিধি। ক্যানসার আক্রান্ত মেধাবী ছাত্রনেতা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ২নং ইউ,পি সভাপতি হা: শামীম আহমেদ। গতকাল রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় আমুরোড শাহী ঈদগাহ ময়দানে তার জানাযার নামাজ অনুষ্টিত হয়। শামীম আহমেদ গতকাল রোজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিললা. …..রাজিউন) শামীমের অকাল মৃত্যুতে আহলে সুন্নাত ওয়াল জামাত,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা,ছাত্রসেনা,ফেইসবুক বন্ধ, বিভিন্ন রাজননৈতিক দলের নেতাকর্মী, সমাজসেবকসহ ও সাংবাদিকবৃন্দ বিভিন্ন স্থরের মানুষ গভীর ভাবে শোক প্রকাশ করেন। জানাযার আগে ঈদগাহে এক শোকসভা অনুষ্টিত হয়। সাংবাদিক নূরুল আমীনের পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন মাও: আলী মোহাম্মদ চৌধুরী, আহম্মদাবাদ ইউ,পির বর্তমান চেয়ারম্যান আলহাজ। আবেদ হাসনাত চৌধুরী সন্জু, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আ: লতিফ, অধ্যক্ষ আলাউদ্দিন,বীর-মুক্তিযোদ্ধা ও আমুরোড বাজার সভাপতি আব্দুর রহমান আজাদ, স্থানীয় আও য়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মাও: হা: এবাদ, হাফিজ আহমদ তালুকদার প্রমূখ। এছাড়া জানাযার নামাজে অংশ নেন জেলা, উপজেলা, ইউ, পি’র নেত্রীবৃন্দ ও ঘন্যমান্য ব্যাক্তিবর্গ। জানাযা শেষে হাফেজ শামীম আহমেদ এর মরদেহ গাদিশাল চম্পাপতি মাজার কবরস্থানে দাফন করা হয়।