তিন প্রজন্মের লাঙ্গল টানা
জুবের সরদার দিগন্ত, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞানের জয়যাত্রা বিশ্বের সব জায়গায় পৌছে গেলেও পৌছায়নি হতদরিদ্র কৃষকের দারগুড়ায়। হালের গরু কিনতে না পারা পরিবারের তিন পুরুষ মিলে লাঙ্গল টানার একটি চিত্র দেখা গেছে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের উত্তর চান্দপুর গ্রামে। হালের গরুর অভাবে তিন পুরুষ মিলে লাঙ্গল-জোয়াল টেনে নিজের জমিতে হাল-চাষ করছেন আনোয়ারপুর গ্রামের মাওলানা সুজাত আহমদ (২৮), পিতা মোঃ মহব্বত আলী (৭৫) ও পাওয়া ভাগনা জুবাইর আহমদ (১৩)।
মাওলানা সুজাতের সাথে আলাপ কালে তিনি জানান, অভাবের সংসার হালের গরু কিনার টাকা না থাকায় বৃদ্ধ বাবা ও বড় বোনের ছেলেকে নিয়ে পরিশ্রম করে নিজের সামান্য জমিতে নিজেরা লাঙ্গল টেনে হাল-চাষ করছি, পেঠের তারনায় বৃদ্ধ বাবাকে শীতের সকালে নামাতে হয়েছে কৃষি কাজে, বাবার মতো হাজারো বৃদ্ধ আছেন যারা জীবনের এই সময়টুকু ব্যায় করেন আরাম আয়েশে গল্প-সল্প করে। আমার পুরা কপাল আজ আমি বৃদ্ধ বাবার হাতে তুলে দিয়েছি হালের লাঙ্গল। ছেলেটার এখন স্কুলে জাবার সময় তার বদলে সে জীবন-যৌবন হারাচ্ছে জোয়লের চাপে। তিনি বলেন, বছরের এ সময় আমারা অমানবিক পরিশ্রম করি বাকি সময়ে দু-বেলা দুমুঠো খাবার সংগ্রহের জন্য।