বারঠাকুরী ইউপি আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন : টিপু সভাপতি, বিভাকর সম্পাদক
জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জের বারঠাকুরী ইউপি আওয়ামীলীগের কাউন্সিল শুক্রবার সম্পন্ন হয়েছে। বিশৃংখলা এড়াতে সম্মেলনের পরদিন গতকাল শনিবার বারঠাকুরী ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা টিপুকে সভাপতি ও বিভাকর দেশমুখ্যকে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট ইউপি আওয়ামীলীগের কমিটি ঘোষনা করা হয়েছে। বারঠাকুরী ইউপি আওয়ামীলীগের কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ আহবায়ক লোকমান উদ্দিন চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাকিম আলী হায়দর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী খলিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক এমএজি বাবর, ইউপি চেয়ারম্যান কবির আহমদ, রফিকুল ইসলাম, আব্দুল আহাদ, সিরাজ উদ্দিন, নাসিম আহমদ। খলাছড়া ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুল গফুর, সেচ্ছাসেবকলীগ আহবায়ক মখলিছুর রহমান মেখন প্রমূখ।