ছাতকে জোরপূর্বক রাস্তা নির্মানকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মহিলা আশঙ্কাজনক
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে জোর পূর্বক রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত সুর্যবান বিবির অবস্থা আশঙ্কা জনক বলে তার পরিবার জানিয়েছে। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শরিষপুর গ্রামের গৌছ আলীর পুত্র আজিম উদ্দিনকে প্রধান আসামি করে ছাতক থানায় একটি এজাহার দাখিল করেছেন আলমাছ আলী। তিনি একই গ্রামের মৃত ওয়াহিদ উল্লার পুত্র। দায়ের করা এজাহারের প্রেক্ষিতে থানার এসআই আবদুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের শরিষপুর গ্রামের মৃত ওয়াহিদ উল্লার পুত্র আলমাছ আলী, মৃত আবদুল খালিকের পুত্র আশ্রব আলী গংদের বসত বাড়ির ভূমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মান করার চেষ্টা চালায় একই গ্রামের মৃত তাহির আলীর পুত্র রইছ আলী ও তার পুত্র সমছু মিয়া, আবদুর রবের পুত্র এলাইছ মিয়া গংরা। এতে রাস্তাা নির্মানে বাঁধা নিষেধ দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সংঘর্ষে মহিলা ও মধ্যস্থতাকারী সহ আহত হয় অন্তত ১০ ব্যক্তি। এদের মধ্যে গুরুতর আহত সূর্যবান বিবিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যান্য আহতদের স্থানীয় কৈতক হাসপাতালে ভর্তি করা হয়। থানায় দায়ের করা অন্যান্য আসামিরা হলেন, শরিষপুর গ্রামের রইছ আলী, সমছু মিয়া, জুয়েল মিয়া, রুবেল মিয়া, এলাইছ মিয়া প্রমূখ। সংঘর্ষ শেষে আসামি বুরহান উদ্দিন ও আজিম উদ্দিন কর্তৃক আলমাছ আলী ও নজির আলীর স্ত্রী ফারজানা বেগমের বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা নিয়ে যায়।