রাবি ছাত্রদলের সভাপতিসহ আটক ১৭
সুরমা টাইমস ডেস্কঃ পুলিশের অনুমতি না নিয়ে বৈঠক করার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহম্মেদ ও সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ ১৭ জনকে আটক করেছে মতিহার থানা পুলিশ।
রবিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মির্জাপুর স্কুল এন্ড কলেজের পুকুরপাড় থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সুলতান আহমেদ রাবি, জিয়াউর রহমান হলের আহ্বায়ক পাপন, শহীদ হবিবুর রহমান হলের ইমদাদ, সোহরাওয়ার্দী হলের সানিম, শহীদ জোহা হলের জনি, আমির আলী হলের নির্মল, শাহ মখদুম হলের নির্মল ও শেরে বাংলা হলের জাফর। বাকিদের নাম জানা যায়নি।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, গোপন বৈঠক করার সময় এলাকাবাসী তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবি ছাত্রদলের ১৭ নেতাকর্মীকে আটক করে।
অন্যদিকে আটক ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ দাবি করেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অধ্যক্ষের অনুমতি নিয়ে মির্জাপুর স্কুল এন্ড কলেজে একটি হল কমিটি ও ১৬ ডিসেম্বরের অনুষ্ঠান নিয়ে বৈঠক করছিলাম। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রাসেলের নেতৃত্বে একদল নেতাকর্মী এসে ওই কক্ষে তালা দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করার নাম করে থানায় নিয়ে আসে।