বিশ্ব মানবিক মর্যাদা ও আন্তর্জাতীক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগৌষ্ঠী অধিকার আন্দোলন সিলেট জেলা শাখার উদ্যোগে গতকাল বিশ্ব মানবিক মর্যাদা ও আন্তর্জাতীক মানবাধিকার দিবস উপলক্ষে ৫ই ডিসেম্বর ২০১৪ইং কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সকাল ১১ ঘটিকার সময়, স্বপন কুমার ঋষিদাসের সভাপতিত্বে ও মোঃ লুৎফুর রহমান মোল্লার পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসকাব সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর সিনিয়র রিপোর্টার বাবু সংগ্রাম সিংহ। আরো বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলির সদস্য হরিপদ ঋষি, মোঃ এনাম আহমদ, মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সহ সভাপতি মিনা রানী ঋষি, দলিত নেতা সুজন লাল, বক্তারা দলিত জনগৌষ্ঠির ৮ দফা দাবী দ্রুত বাস্তবায়ন এবং সিলেট জেলা ও মহানগর ছিন্নমুল ভুমিহীন ঋষি সম্প্রদায়ের জন্য আশ্রয়ন প্রকল্প প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুসারে ফেইজ টু ফেইজের আলোকে বাস্তবায়ন করার জন্য সরকার প্রধান জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী জানান। এতে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মতিলাল বাল্মীকী, উপদেষ্টা সদস্য শাহানাজ বেগম, প্রচার সম্পাদক রাম প্রসাদ ঋষি, সদস্য নানকা রবি দাস, সুফিয়া বেগম, রোমেনা বেগম, আব্দুস সালাম, তাজ উদ্দিন, প্রমিলা রানী ঋষি, ইমন ঋষি, ইশিতা ঋষি, শুভ চন্দ্র ঋষি প্রমূখ।