দক্ষিণ সুনামগঞ্জে পুলিশের সামনেই ভূমিহীনদের ওপর হামলা, ৭ নারী আহত
সুনামগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কাদিরপুর গ্রামে খাস জমির ওপর বসবাসকারী পরিবারগুলোকে উচ্ছেদ করে দখলে নেওয়ার উদ্দেশ্যে পুলিশের উপস্থিতিতে প্রভাবশালীদের হামলায় ৭ ভুমিহীন নারী আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১২ টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কাদিপুর গ্রামের ভুমিহীনদের জমি দখলে নিতে পার্শ্ববর্তী পূর্বপাগলা ইউনিয়নের রনসী গ্রামের মৃত আবির আলীর ছেলে মোশহিদ আলীর নেতৃত্বে ২০/১৫ জনের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে ভূমিহীন পরিবারের মহিলাদের উপর হামলা চালায়। এ সময় দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই মো. আব্দুল মুকিত চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পুলিশের এমন দর্শকের ভূমিকা পালন করায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ সময় রাবেয়া খাতুন (৪০), ছুরতুন নেছা (৩৫), জুবেরা বেগম (৫০), রেজিয়া খাতুন (৫৫), লালবানু (৪৫), মনতাজুননেছা (৪০), ছালাতুননেছা (৩৭), আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।
আহত রেজিয়া খাতুন জানান, তাদের গ্রামে বেশ কয়েকজন ভুমিহীন চাষী কামরুপদলং মৌজায় ২৮ একর খাস জমি বন্দোবস্ত নিয়ে দীর্ঘ ৩০ বছর যাবৎ ফসল ফলিয়ে আসছেন। উক্ত ভুমিটুকু সান্ডেডার মামলায় সরকারের খাস জমিতে পরিণত হওয়ায় ভুক্তভোগীরা সরকার থেকে বন্দোবস্ত নিয়ে ফসল ফলিয়ে আসছেন। সম্প্রতি উপজেলার পূর্ববীরগাঁও ইউনিয়নের পূর্ববীরগাঁও গ্রামের ডা. নাজমুল সাকিব চৌধুরী উক্ত ভূমিটুকুকে নিজেদের দাবী করে আসছিলেন। ফলে ডা. নাজমুল সাকিবের লোক হিসেবে রনসী গ্রামের মৃত আবিরের ছেলে মো. মোশাহিদ মিয়ার নেতৃত্বে ২০/২৫ জনের একটি প্রভাবশালী মহল তাদের খাস জমি থেকে উচ্ছেদ করে ভূমিটুকু দখলের পায়তারা করে আসছিল। এরই অংশ হিসেবে গতকাল নিবার দুপুরে মোশাহিদ মিয়া তার দলবল নিয়ে থানার এসআই আব্দুল মুকিতসহ পুলিশের উপস্থিতিতে ভূমিহীন পরিবারগুলোকে উচ্ছেদের জন্যই তাদের উপর হামলা করে।
এ ব্যাপারে পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার চৌধুরী জানান, ভুমিহীন চাষীরা ৩০ বছর ধরে বন্দোবস্ত নিয়ে খাস জমিতে ফসল ফলিয়ে আসছে। একটি প্রভাবশালী মহল তাদেরকে ভুমি থেকে উচ্ছেদের পায়তারার অংশ হিসেবে পুলিশের উপস্থিতিতে মোশাহিদ আলীর নেতৃত্বে রনসী গ্রামের লোকজন ভূমিহীন মহিলাদের উপর হামলা করেছে।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই মোঃ আব্দুল মুকিত চৌধুরীর উপস্থিতিতে ভূমিহীন মহিলাদের উপরে মোশাহিদ আলীর লোকজনের হামলার ঘটনাটি সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন এখানে মহিলাদের উপর কোনধরনের হামলার ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন জানান, জমি ডিমারগ্রেসন (সীমানা চিহ্নিত করন) করতে গেলে গ্রামের কিছু লোক বাঁধা দেয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।