হঠাৎ ঢাকার রাস্তা থামিয়ে নাচ!
সুরমা টাইমস ডেস্কঃ বৃহস্পতিবার। পড়ন্ত বিকেল। তাই রাজধানীর রাস্তারাও একটু বিশ্রামে আছে। প্রতিদিনের মতো অত ধকল সহ্য করতে হচ্ছে না তাদের। এমন সময় ধানমন্ডি এলাকার রাস্তার পাশে বেজে উঠল গান। সেই গানের তালে গাড়ি থামিয়ে নাচতে শুরু করল এক দল তরুণ-তরুণী। সবার পরনে হলুদ রঙের টি-শার্ট।
পথচারীরা কিছুটা বিস্মিত। গাড়ীর যাত্রীদের মেজাজ সপ্তমে। দেখতে দেখতে যানজটও লেগে গেল। এমন ‘হঠাৎ নাচে’র কারণ খুঁজতে যেয়ে জানা গেল, এটা আসলে নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি। আয়োজন করেছে ইউএনএফপিএ।
উন্নত দেশে রাস্তার মাঝে এমন নাচ হরমেশাই দেখা যায়। বাংলাদেশে এই রীতি অপ্রচলিত হলেও, মাঝে মাঝে গুটি কয়েক সংগঠনের কল্যাণে এর দেখা মেলে।