তাহিরপুরে সীমান্ত এলাকা থেকে ১ চোরাচালানী গ্রেফতার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদের চালান নিয়ে আসার পথে পুলিশ মদের চালান সহ ১ মাদক চোরাচালানীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত’র নাম আফতাব উদ্দিন। সে উপজেলার বড়দল উওর ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে। পুলিশের ধাওয়ার মুখে মদের চালান ফেলে রেখে সীমান্তের অপর এক চিহ্নিত মাদকসেবী ও চোরাচালানী দৌড়ে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার চাঁনপুর সীমান্তের বারেকটিলার ওপার থেকে ভারতীয় মদের চালান নিয়ে আসার পথে সুন্দর পাহাড়ি গ্রামের পেছন থেকে এএসআই (সহকারী উপ-পরিদর্শক) বিপুল কুমার সিংহের নেতৃত্বে একদল পুলিশের ধাওয়ার মুখে মঙ্গলবার মধ্যরাতে বস্তাভর্তি মদ সহ আফতাব উদ্দিন গ্রেফতার হয়। এ সময় আফতাবের সহযোগী সীমান্তের অপর এক চিহ্নিত মাদকসেবী ও মাদক চোরাচালানী পালিয়ে যায়। পরে পুলিশ বস্তাখুলে ৩৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতল জব্দ করে।
এ ব্যাপারে আফতাব উদ্দিন ও তার অপর সহযোগী মাদকচোরালানীকে পলাতক দেখিয়ে ২ জনের বিরুদ্ধে গতকাল বুধবার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।