ট্রাক চাপায় ২ বিজিবি সদস্য নিহত : সংঘর্ষে গুলিবিদ্ধ ৪
সুরমা টাইমস ডেস্কঃ দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় দুই বিজিবি সদস্য নিহত হয়েছে।শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার রাজারামপুর এলাকায় শান্ত-কান্ত রাইস মিলের সামনে দিনাজপুর-ফুলবাড়ী সড়কে এ দুর্ঘটনা হয়। এ নিয়ে পরে স্থানীয়দের সঙ্গে বিজিবির সংঘর্ষ শুরু হয়। বিজিবি সদস্যদের গুলিতে চার জন গুলিবিদ্ধ হয়। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
নিহত দুই বিজিবি সদস্য হলেন- আল আমিন (২০) ও রুবেল হোসেন (২১)। তারা বিজিবি-২৯ ব্যাটালিয়নের ফুলবাড়ী ক্যাম্পে কর্মরত ছিলেন।
ফুলবাড়ী থানার ওসি রেজাউল ইসলাম জানান, জেলার নবাবগঞ্জ উপজেলায় বিজিবির একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ কিছু ফেনসিডিল জব্দ করে।
আমিন ও রুবেল জব্দ করা মোটরসাইকেল চালিয়ে ক্যাম্পে নিয়ে যাওয়ার পথে শান্ত-কান্ত রাইস মিলের সামনের সড়কে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় পিছনে বিজিবির পিকআপে থাকা সহকর্মীরা তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনাকে কেন্দ্র কের ময়দার মিলের শ্রমিক ও স্থানীয়দের সঙ্গে পুলিশ-বিজিবি সদস্যদের সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে পুলিশ-বিজিবির গুলিতে চারজন আহত হয়েছেন। এ সময় ১২ জনকে বিজিবি সদস্যরা আটক করেছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় দুই বিজিবি সদস্য নিহতের পর অপ্রীতিকর ঘটনা নিয়ে বিজিবি ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ বাধে। উত্তেজিত জনতা বিজিবির গাড়িতে হামলা চালায়। এতে বিজিবির এক সদস্যের মাথা ফেটে যায়। তিনি আরও জানান, উত্তেজিত জনতার হামলা থেকে বাঁচতে বিজিবি গুলি চালায়। গুলিতে একজন আহত হয়েছেন। পরিস্থিতি শান্ত করার চেষ্টা অব্যাহত আছে।
তবে স্থানীয় ১২ জনকে আটকের কোনো তথ্য জানা নেই বলেও ওসি জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ও বিজিবির হামলা ঠেকাতে স্থানীয়রা ফুলবাড়ি শহরে প্রবেশের সকল রাস্তায় গাছের গাঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে। থেমে থেমে সংঘর্ষ চলছে।