ভিসা ছাড়াই যুক্তরাজ্যে ট্রানজিট সুবিধা

UK Visaসুরমা টাইমস ডেস্কঃ শর্ত সাপেক্ষে ভিসা ছাড়াই যুক্তরাজ্যের ট্রানজিট সুবিধা পাবেন বাংলাদেশি নাগরিকরা। আগামী ডিসেম্বর থেকে এই সুবিধা চালু হবে বলে জানা গেছে। তবে এক্ষেত্রে যেসব বাংলাদেশি নাগরিকের অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড অথবা যুক্তরাষ্ট্রের ভিসা রয়েছে তারাই এ সুবিধা পাবেন। বৃহস্পতিবার ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন থেকে একথা জানানো হয়।
হাইকমিশন থেকে বলা হয়, উল্লেখিত ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের যদি বিমানে আসা-যাওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যে ট্রানজিট নিতে হয় তবে তারা আগামী ডিসেম্বরের প্রথম দিন থেকেই এ সুবিধা পাবেন। এক্ষেত্রে যুক্তরাজ্যে ট্রানজিট সুবিধা প্রার্থীদের কাছে অবশ্যই ফেরত টিকিট থাকতে হবে। জানা গেছে, এই ভিসার আওতাধীন নাগরিকরা ৪৮ ঘন্টার মধ্যে যুক্তরাজ্য ত্যাগ করতে হবে।